ওয়াকফ আইনের বিরোধীতায় এ কি দৃশ্য! প্রকাশ্যে আনলেন অমিত মালব্য

বিষয়টি প্রকাশ্যে আনেন বিজেপির মিডিয়া সেলের মুখপাত্র অমিত মালব্য। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
fg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ওয়াকফ আইনের বিরুদ্ধে জামাত উল উলেমা হিন্দ কলকাতায় বিক্ষোভ সমাবেশ করে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজটের সৃষ্টি হয় তার জেরে। এই সময়, লেনিন সরণির একটি বাসে লাগানো ‘জয় শ্রী রাম’ লেখা গেরুয়া পতাকা আন্দোলনকারীরা জোর করে খুলে ফেলেন। আর তাতেই ভাইরাল হয় সেই ছবি। সবার প্রথমে এই বিষয়টি প্রকাশ্যে আনেন বিজেপির মিডিয়া সেলের মুখপাত্র অমিত মালব্য। 

GoPZhYJXQAE9mFO

তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি দিয়ে লেখেন, “এই ছবিটি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে নিখুঁতভাবে তুলে ধরে:

একজন হিন্দু ব্যক্তিকে গেরুয়া পতাকা সরাতে বাধ্য করা হচ্ছে। পুলিশ হস্তক্ষেপ করার পরিবর্তে, তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে - তাদের মধ্যে একজন ফোনে কথা বলতে বলতে অলসভাবে সম্পূর্ণ বিষয় দেখছে। আর পটভূমিতে, আরেকজন ব্যক্তি সম্মতির হাসি দিয়ে সবকিছু ঘটতে দেখছেন”।