এবার সোজা মোদী সরকার- শহীদ দিবসের দিনেই জানিয়ে দিলেন টিএমসি নেতা জয়প্রকাশ মজুমদার- BIG BREAKING

কি বললেন জয়প্রকাশ মজুমদার?

author-image
Aniket
New Update
Jay Prakash Majumdar

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাইয়ের সভা থেকে এবার সোজা মোদী সরকারের অস্থিতিশীল সরকারকে নিশানা করে তার পতন ঘটানোর পথ আরও প্রশস্ত করা হবে বলে জানিয়ে দিলেন টিএমসি নেতা জয়প্রকাশ মজুমদার।

জয়প্রকাশ মজুমদার বলেছেন, "আমরা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এবং পরবর্তী উপনির্বাচনে বিপুল বিজয়ের পর পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দিতে প্রস্তুত। আজকে এই সমাবেশে আরও বেশি করে, আমরা মোদী সরকার কতদিন অস্থিতিশীল থাকবে তাও সম্বোধন করব"।

Adddd