নিজস্ব সংবাদদাতা : ২০২৩-২৪ খরিফ বিপণন মরশুমে ধান বিক্রি করা সম্পর্কিত তথ্য তুলে ধরেছে খাদ্য ও সরবরাহ বিভাগ।পশ্চিমবঙ্গ সরকার এই বছর কবে থেকে ধান কিনছে? জানানো হয়েছে, ১ নভেম্বর অর্থাৎ আজ থেকেই ধান কেনা শুরু করলো রাজ্য সরকার।রাজ্যের সব ব্লকে, যেখানে ধান হয়, সেখানে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলির (CPC / Mobile CPC) মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হওয়ার কথা।এছাড়াও বিভিন্ন প্রাথমিক কৃষি সমবায় সমিতি / কৃষি সমবায় বিপণন সমিতি/ স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্ঘ বা মহাসঙ্ঘ, কৃষি উৎপাদক সংস্থা / কৃষি উৎপাদক কোম্পানি, রাজ্যের বিভিন্ন জায়গায় আগাম নোটিশ দিয়ে, ক্যাম্পের মাধ্যমে ধান কিনবে সরকার।সরকারি ছুটির দিন বাদে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই ধান কেনার কাজ চলবে।