আরজিকর কাণ্ডে সিবিআই এর অপদার্থতা, চার্জশিট নিয়ে উঠেছে প্রশ্ন

আর জি কর কান্ডে সিবিআইয়ের ৫৫ দিন পর চার্জশিট প্রকাশ, যেখানে একজনের বিরুদ্ধে অভিযোগ, অথচ তদন্ত রিপোর্টে একাধিক অভিযুক্তের নাম উঠে এসেছে।

author-image
Debapriya Sarkar
New Update
Cbi

নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকারের গাফিলতি ও সিবিআইয়ের তদন্তের অসঙ্গতি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আর জি কর কান্ডের ৫৫ দিন পর সিবিআই যে চার্জশিট দাখিল করেছে, তা নিয়ে জনমনে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে। তদন্তের সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও সিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের জন্য একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। কিন্তু, ম্যাজিস্ট্রেটের ইনকোয়েস্ট ও পোস্টমর্টেম রিপোর্টের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে অন্তত চারজনের উপস্থিতি ছিল, যা এই দাবিকে প্রশ্নবিদ্ধ করে।

Protest

এতে স্পষ্ট যে সিবিআই একটি গুরুতর অপরাধের তদন্তে ব্যর্থ হয়েছে এবং এটি শুধুমাত্র একটি ব্যক্তি নয়, বরং একটি জটিল ও সুপরিকল্পিত অপরাধের বিষয়। রাজ্যের প্রশাসনের প্রথম চারদিনের কর্মকাণ্ড, যেখানে তারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল, তা গোটা ঘটনার গম্ভীরতা আরও বাড়িয়ে তুলেছে।

Rg kar protest

আজ ষষ্ঠীর দিনে অভয়ার সঠিক বিচারের দাবিতে করুণাময়ী থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযানের আয়োজন করা হয়েছে। এখানে প্রতিবাদীরা কেবল অভয়ার পরিবারের পাশে দাঁড়িয়েই নয়, বরং সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার নিশ্চিত করার জন্য আন্দোলন করছে। সবার দাবি, প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলোর মধ্যে গাফিলতি বন্ধ করতে হবে এবং সত্য উন্মোচনে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।