নিজস্ব সংবাদদাতা: হাসাপাতালে নিরাপত্তা থাকার পরেও কীভাবে রোগীর পরিবার সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওপরে ওয়ার্ডের ভিতর হামলা চালালো সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে নিরাপত্তা বিষয়ক সংস্থাকে শোকজ করল সরকার। এই ঘটনায় সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষর পার্থপ্রতিম প্রধান নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাকে দায়ী করেছেন।
কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজে এক রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায়। রোগীর পরিবারের হাতে চিকিৎসক, নার্স ও একাধিক স্বাস্থ্যকর্মী নিগৃহীত হয়েছেন। সেই ঘটনায় আবার একবার প্রশ্ন উঠেছে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই এই হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি পুলিশ আউটপোস্ট তৈরি করা হয়েছে। তারপরেও রোগীর পরিবার কীভাবে হামলা চালাতে পারে, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চচিকিৎসকরা। সোমবার বিকেল পাঁচটার পর আবার কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গিয়েছে। এবার দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা সংস্থাকে শোকজ করল স্বাস্থ্য দফতর।
সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা সংস্থার দোষকে অস্বীকার করা যায় না। গাফিলতি না থাকলে এত লোক উপরে উঠে হামলা চালাতে পারত না।