নিজস্ব সংবাদদাতা:রাজ্যে গরম বাড়ছে। সেই সঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসও মিলে যাচ্ছে। দিনের বেলা সূর্যের তাপ বাড়ছে আর সেই সঙ্গে রাতের শীতল অনুভূতিও এখন প্রায় নেই। তবে এবার আবহাওয়া বিশেষজ্ঞরা বলছে যে মার্চের মাঝামাঝি সময়েই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি হতে পারে। শুধু কলকাতা নয়, রাজ্যের অধিকাংশ জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী থাকতে পারে।
ভারতীয় আবহাওয়া দফতর কিছুদিন আগেই দেশের বেশ কয়েকটি তাপপ্রবাহের আশঙ্কা প্রকাশ করেছিল। এবার আর তালিকায় পশ্চিমবঙ্গ নেই, তবু রাজ্যের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ হতে পারে।