নিজস্ব সংবাদদাতা: ট্যাব কেলেঙ্কারির ঘটনায় কলকাতার আরও দুটি থানায় দায়ের হল অভিযোগ। গলফগ্রিন ও জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের হয়েছে। জোড়াসাঁকোয় সবথেকে বেশি ৪০ জন অভিযোগ জানিয়েছে এই ট্যাব কেলেঙ্কারির ঘটনায়। গলফগ্রিন থানায় চারটি অভিযোগ জমা পড়েছে।
এর আগে বেহালার সরশুনা, ঠাকুরপুকুর, কসবা, যাদবপুর, বেনিয়াপুকুর, মানিকতলা ও ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে চমকে ওঠার মতো তথ্য। বেশ কয়েক মাস ধরেই সক্রিয় ছিল ট্যাব প্রতারণা চক্র। উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ১০ হাজারে ৩০০ টাকা কমিশনে পাওয়া যাচ্ছিল অ্যাকাউন্ট ভাড়া।
এর আগে সরশুনা থানায় ৩১ জন পড়ুয়া অভিযোগ দায়ের করে। তাঁদের ট্যাব কেনার টাকা তাঁদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে ঢুকছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সরশুনা থানার পুলিশ। তাতে উঠে আসে উত্তর দিনাজপুরের চোপড়ার নাম। সেখানে চা বাগানে তল্লাশি চালিয়ে ২ জনকে বুধবার গ্রেফতারও করে পুলিশ।
তদন্তে জানা গিয়েছে, ধৃতরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন। ১০ হাজারের টাকা নিতে ৩০০ টাকায় অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল। এই অ্যাকাউন্ট গুলোর মাধ্যমেই ট্যাবের টাকা লেনদেন করা হচ্ছিল। তদন্তকারীরা মনে করছেন, ট্যাব দুর্নীতির শিকড় অনেক গভীর পর্যন্ত বিস্তৃত, যার সন্ধানেই রয়েছে তদন্তকারীরা।