নিজস্ব সংবাদদাতা: বর্তমানে বাংলায় অন্যতম চর্চার বিষয় বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে। তবে এবার দিলীপ ঘোষের বিয়ে নিয়ে তরজায় জড়ালেন কুণাল ঘোষ ও তরুণজ্যোতি তিওয়ারি। কুণাল ঘোষের ট্যুইটের কড়া জবাব দিলেন তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/2024/11/04/1000095332.jpg)
ইতিপূর্বে কুণাল ঘোষ কারোও নাম না নিয়ে ট্যুইট করে বলেন, "সূত্রের খবর: আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে? পাত্রী বিজেপিরই কর্মী? পার্টির একাংশ কি নেতাকে বারণ করছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয়, শুভেচ্ছা থাকল। যদি পার্টির বারণ মেনে নেন, তাহলে আলাদা কথা।"
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
এরপরেই সেই ট্যুইটকে মেনশন করে জবাব দেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেছেন, "কে বিয়ে করছে জানিনা কুণাল ঘোষ দা, তবে যদি বিয়ে করে দোষের কিছু নেই।। আলিপুর কোর্টের একজন আইনজীবী তো নিজের স্ত্রীকে কোনদিন স্ত্রী হিসাবে বলতেই পারল না। এবং তার স্ত্রীও লোক সমাজে কোনদিন নিজের স্বামীকে স্বীকার করতে পারল না।। এরকম থাকার থেকে বিয়ে করে নেওয়াটা খারাপ নয়।। 🙏"