কলকাতায় পৌঁছলেন এনসিডব্লিউ চেয়ারপারসন বিজয়া রাহাতকর- নিয়েছেন দৃঢ় লক্ষ্য

কি লক্ষ্যে বাংলায় এলেন এনসিডব্লিউ চেয়ারপারসন বিজয়া রাহাতকর?

author-image
Aniket
New Update
s

File Picture

 

 

নিজস্ব সংবাদদাতা: জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) চেয়ারপারসন বিজয়া রাহাতকর কলকাতায় এসে পৌঁছেছেন। তার লক্ষ্য ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় সহিংসতায় ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের এলাকাগুলি পরিদর্শন করা।

প্রসঙ্গত, বাংলার মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদের আড়ালে কার্যত তাণ্ডব চালিয়েছে সংখ্যালঘু সমাজ। হিন্দুদের ওপর নামিয়ে আনা হয়েছে নোংরা ও বর্বরতম অত্যাচার।