নিজস্ব সংবাদদাতা : ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে টালাহ্যাসি পুলিশ। ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এবং একজন ব্যক্তি পালাতে গিয়ে আঘাত পান বলে জানানো হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/18/AH6FOBZoXdrxsozk64T2.jpeg)
পুলিশ প্রধান লরেন্স রেভেল জানান, হামলার ঘটনায় অভিযুক্ত ২০ বছর বয়সী ফিনিক্স ইকনার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আঘাত গুরুতর হলেও জীবন সংকটজনক নয়। এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। তবে পরবর্তীতে বিস্তারিত তথ্য দিয়ে পুলিশ জানায়, আহতের সংখ্যা আসলে ছয়, যাদের মধ্যে একজন গুলির আঘাতে নয়, দৌড়ে পালানোর সময় আহত হন। এখনও ঘটনার তদন্ত চলছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।