নিজস্ব সংবাদদাতা : সংশোধিত ওয়াকফ আইন ঘিরে উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদের একাধিক এলাকা। কয়েক দিন ধরে চলা এই অশান্তির আবহে যদিও পরিস্থিতি এখন কিছুটা শান্ত, তবে উদ্বেগ এখনও কাটেনি। এই পরিস্থিতিতে আজ, শুক্রবার মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকাগুলি ঘুরে দেখবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
/anm-bengali/media/media_files/2025/04/14/f1yiU33eD782e04xtFyE.jpg)
জানা গিয়েছে, রাজ্যপাল নিজে পরিস্থিতির বাস্তব চিত্র দেখতে চান। প্রশাসনিক স্তরে নিরাপত্তা ও শান্তি ফেরানোর জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও খতিয়ে দেখবেন তিনি। অন্যদিকে, আজই মালদহে আসছেন জাতীয় মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল। জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তাঁরা। জানা গিয়েছে, ওয়াকফ আইন ইস্যু ঘিরে অশান্তির সময় যেসব পরিবার বিশেষ করে মহিলারা আশ্রয় নিয়েছেন এসব কেন্দ্রে, তাঁদের সঙ্গেও কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা।
/anm-bengali/media/media_files/2025/04/14/2CcehXCmEVw4ETzD1SZK.jpg)
সর্বোপরি, প্রশাসনের তরফে শান্তি ফেরাতে জোরকদমে কাজ চলছে। রাজ্যপাল ও জাতীয় মহিলা কমিশনের এই পরিদর্শনকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।