নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকবে। দিনভর বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা শতভাগ, অর্থাৎ বৃষ্টি একেবারে নিশ্চিত। আজকের দিনে গড়ে ১০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই যাঁরা আজ বাইরে বেরোবেন, তাঁদের অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
/anm-bengali/media/media_files/btT1spuLHaOfGFKRVMge.jpeg)
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসবে ২৬ ডিগ্রি-র ঘরে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে প্রায় ৫০ শতাংশ, আর শিশিরাঙ্ক দাঁড়াবে ২২ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়াও থাকবে বেশ সক্রিয়। আজ বাতাসের গতি থাকবে ঘণ্টায় ৯ মিটার, এবং আকস্মিক দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১ মিটার পর্যন্ত। যদিও আকাশের মেঘের আস্তরণ তুলনামূলকভাবে হালকা—প্রায় ১১ শতাংশ।
/anm-bengali/media/post_banners/4RVYA7UDR0zWbOLaZsrK.jpg)
আজকের পরিবেশে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার দাপট থাকতে পারে, তাই শহরবাসীকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দফতর। বিশেষ করে অফিসযাত্রী এবং পড়ুয়াদের আগে থেকেই পরিকল্পনা করে বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে।