সিঁদুর এখন আত্মত্যাগ ও একতার প্রতীক! কুশীনগরে ১৭ জন নবজাতকের নাম রাখা হল ‘সিঁদুর’
বিজেপি সভাপতি দিলীপ- জানিয়ে দিলেন- এই মুহূর্তের বিগ ব্রেকিং
'পাকিস্তান মুর্দাবাদ’ না বললে ছাড় নয়! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রাজনীতির উত্তাপ
খুলছে শ্রীনগর বিমান বন্দর
যুদ্ধ বিরতি হলেও থমথমে কাশ্মীর! তারমধ্যেই রাজৌরি থেকে উদ্ধার করা হল প্রচুর পরিমাণে বিস্ফোরক
শোপিয়ানে জঙ্গিদের বিরুদ্ধে পড়ল পোস্টার! তথ্য দিতে পারলেই মিলবে ২০ লক্ষ টাকা পুরস্কার
সবচেয়ে পিছিয়ে পড়া এবং দরিদ্র রাজ্যে- বিজেপির এই রাজ্যকে নিয়ে বলে দেওয়া হল- জানুন একবার
ভালো করে ভিডিওটি দেখুন, শ্রীনগরে স্কুলগুলি আবার খুলে দেওয়া হয়েছে
মোদী সরকারের পাশে কংগ্রেস- সকাল সকাল জানিয়ে দেওয়া হল

চীনা জাহাজে ট্রাম্পের নয়া ফন্দি—ট্রাম্পের নয়া খেলায় কাঁপছে বিশ্ব বাণিজ্য

চীনের আধিপত্য ঠেকাতে এবার বন্দর ফি-র পথে হেঁটেছে আমেরিকা। বিশ্লেষকরা বলছেন, এর প্রভাব পড়বে ভোক্তাদের ওপরও।

author-image
Debapriya Sarkar
New Update
Ship

নিজস্ব সংবাদদাতা : চীনের তৈরি জাহাজ এবং চীনা মালিকানাধীন জাহাজগুলোর ওপর নতুন বন্দর ফি বসানোর সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। আমেরিকায় নিজেদের জাহাজ নির্মাণ শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই এই পদক্ষেপ।

Trump

ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR) জানিয়েছে, আগামী ১৮০ দিনের মধ্যে এই ফি কার্যকর হবে এবং আগামী কয়েক বছরে তা ধাপে ধাপে বাড়ানো হবে। তবে ফেব্রুয়ারিতে প্রস্তাবিত সর্বোচ্চ ১৫ লাখ ডলার ফি থেকে এই সিদ্ধান্ত কিছুটা হালকা।

নতুন নিয়ম অনুযায়ী, চীনা জাহাজের মালিক ও পরিচালকদের কাছ থেকে ফি আদায় করা হবে কার্গোর ওজন, কনটেইনার সংখ্যা বা যানবাহনের পরিমাণ অনুযায়ী। প্রাথমিকভাবে প্রতি টন কার্গোয় ৫০ ডলার করে ফি নির্ধারণ করা হয়েছে, যা পরবর্তী তিন বছরে প্রতি বছর ৩০ ডলার করে বাড়বে।

চীনে তৈরি জাহাজ হলে ফি শুরু হবে প্রতি টনে ১৮ ডলার বা প্রতি কনটেইনারে ১২০ ডলার থেকে। গাড়িবাহী জাহাজ হলে প্রতি গাড়ির জন্য ফি হবে ১৫০ ডলার। তবে বছরে সর্বাধিক ছয়বার পর্যন্তই ফি নেওয়া হবে।

Tariffs

প্রথম ধাপের এই পদক্ষেপের পর, তিন বছর পরে দ্বিতীয় ধাপে আমেরিকায় তৈরি এলএনজি (Liquified Natural Gas) পরিবহনকারী জাহাজগুলোর পক্ষে বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। বিশ্লেষকদের মতে, ইতিমধ্যেই ট্রাম্পের আমদানিনির্ভর শুল্ক নীতির ফলে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এই নতুন ফি-র প্রভাবেও আমেরিকান ভোক্তাদের ওপর অতিরিক্ত খরচের চাপ পড়বে বলে আশঙ্কা। 

Ship

ইতিমধ্যে অনেক চীনা পণ্য আমেরিকার পরিবর্তে ইউরোপীয় বন্দরগুলিতে পাঠানো হচ্ছে। ব্রিটেনের ফেলিক্সস্টো সহ ইউরোপের বড় বড় বন্দরে জাহাজের চাপ ও কনটেইনার জট বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আমেরিকার শিল্পকে স্বনির্ভর করতে সাহায্য করলেও, স্বল্পমেয়াদে এর মূল্য চোকাতে হতে পারে সাধারণ মানুষকে।