নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হঠাৎ ঝেঁপে নামে বৃষ্টি। এই ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে—এতে এখনও শেষ হয়নি। আজ, শুক্রবার দুপুরের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ফের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/media_files/btT1spuLHaOfGFKRVMge.jpeg)
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ছত্রিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপর দিয়ে গেছে। এর প্রভাবেই সাগর থেকে বিপুল জলীয় বাষ্প ঢুকছে বাতাসে, যার ফলেই ঘন ঘন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ঘটছে।
/anm-bengali/media/post_banners/0GoulTKsJGQWFhq8MqEF.jpg)
এই অবস্থায় রবিবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস। সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। বুধবার থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।ফলে আপাতত ছাতা সঙ্গে রাখাই শ্রেয়, বিশেষ করে যারা দুপুরের পর বাইরে বের হচ্ছেন।