নিজস্ব সংবাদদাতা: তবে কি সত্যিই অভিযুক্ত সঞ্জয় রায় জানেন অনেক কিছু? তবে কি সঞ্জয় রায়ের দাবি সত্যি? সত্যিই কি তাঁকে আরজি কর মামলায় ফাঁসানো হচ্ছে? অন্তত আজকের কোর্ট চিত্র দেখলে এমনটাই প্রশ্ন উঠবে। কেননা নিরাপত্তার বেষ্টনী তো ছিলই এবার জোরালো শব্দের ভিড়ে চাপা হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের গলার স্বর।
এদিন শিয়ালদাহ আদালত চত্বরে দেখা গেল অভিনব পুলিশি পদক্ষেপ। গাড়ির ছাদ চাপড়াচ্ছেন কয়েকজন পুলিশ কর্মী। বাজানো হচ্ছে গাড়ির হর্ন। সোমবার আরজি কর তদন্তে এমনই কাজ করলো পুলিশ। কেন সেই কাজটা করা হয়েছে, তা নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, গত ৪ নভেম্বর আরজি কর মামলার চার্জ গঠনের দিন এবং ১১ নভেম্বর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার দিনে যে ভাবে পুলিশের গাড়ি থেকে চিৎকার করেছিল সঞ্জয়, সেটার জন্যই এমন কাজ করা হচ্ছে। সঞ্জয় কিছু বললেও তার কণ্ঠস্বর যাতে শোনা না যায়, সেজন্য ওরকম আওয়াজ করা হয়ে থাকে।
কিন্তু এখানেই প্রশ্ন উঠছে কেন? কেন সঞ্জয় রায়ের কথা গুলি ভাবাচ্ছে পুলিশকে? তাহলে সে যে আদালতের বাইরে প্রাক্তন সিপি বিনীত কুমার গোয়েলের নাম নিয়েছিল, তা কি সত্যি? তবে কি রাজ্য সরকার তাঁকে সত্যিই ফাঁসাচ্ছে? কিন্তু কেন? আর এই প্রশ্ন এবার জোরালো হয়ে যাচ্ছে আরও দৃঢ় ভাবে।