নিজস্ব সংবাদদাতা: চলছে পদত্যাগ বিতর্ক। এর মধ্যে মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদের বাড়ি গেলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়৷ কথাবার্তা হয়েছে দু'জনের মধ্যে৷ তারও প্রায় ২৭ মিনিট পর মন্ত্রীর দক্ষিণ কলকাতার বাড়ি থেকে বেরনোর সময় মলয় জানালেন মন্ত্রীর হাতে পদত্যাগপত্র৷ তবে নিয়ম অনুযায়ী জানা যাচ্ছে, মন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন না। তাই নিয়ম মেনে বুধবার দিন এসডিও-র কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
/anm-bengali/media/media_files/eEuJByCYbQOI6PvFKsbo.jpg)