নিজস্ব সংবাদদাতা: বিবেকানন্দের জন্মদিনে বিস্ফোরক টুইট করেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি বলেন, "আজ পূজ্যপাদ স্বামীজীর জন্মদিনে ওঁর কিঞ্চিৎ দুর্ভাগ্যের কথা নিবেদন করছি। সেই সঙ্গে বাঙালি-বামপন্থীদের প্রভূত দুর্দিনের কথাও। আজ মার্কস-লেনিন বাজারে কাটছে না, পোকায় কাটছে। অগত্যা যে-স্বামীজীর সম্বন্ধে কম্যুনিস্টরা বলত, “বিবেকানন্দ চাকরি না পেয়ে সন্ন্যাসী হয়েছিল”, সেই বামপন্থীরাই এখন তাঁকে উদ্ধৃত করে বলে, “বিবেকানন্দ যুবকদেরকে গীতাপাঠ না করে ফুটবল খেলতে পরামর্শ দিয়েছিলেন।” এতে এক ঢিলে দুই পাখি মারা হল - বিবেকানন্দকে কাজে লাগানোও হল, আবার গীতার মাহাত্ম্য ক্ষুণ্ণ করাও হল ! কিন্তু বাস্তবটা কি? স্বামীজী চিরকালই শরীরচর্চার উপর জোর দিয়েছিলেন এবং সেইজন্যই ফুটবল খেলার কথা বলেছিলেন। তাই বলে স্বামীজী যুবকদের গীতা পড়তে বারণ করবেন, এরকম আচরণের সঙ্গে কি স্বামীজীর বাকি জীবনের কোন সামঞ্জস্য আছে ?এইজন্যই বলি, বামপন্থীদের মহা দুর্দিন !"