শহীদ দিবসের কয়েক ঘন্টা আগে, হঠাৎ এক্স হ্যান্ডেলে নেত্রী দিলেন বার্তা

এক্স হ্যান্ডেলে চমকে দেওয়া পোস্ট দিলেন নেত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
21julykolkata

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ২১ জুলাইয়ে মেতে উঠতে চলেছে ধর্মতলা চত্বর। শেষ মুহুর্তের প্রস্তুতিও সারা। তৃণমূল কর্মীরা দলে দলে এসে হাজির হচ্ছেন কলকাতায়। এমন সময় নিজের এক্স হ্যান্ডেলে চমকে দেওয়া পোস্ট দিলেন নেত্রী।

এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের পোস্টে লেখেন, “২১শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা এক দিন। অত্যাচারী সিপিআইএম-এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। ২১শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ"। 

"প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায়, ভালোবাসায় আমরা বীর সেই শহিদদের তর্পণ করি। শুধু তাঁরাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকেই এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গেই আমরা এ দিনটিকে 'মা-মাটি-মানুষ দিবস' হিসেবে পালন করি। নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশে উৎসর্গ করি। সেজন্যও এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ"।

"ধর্মতলায় এবারের শহীদ স্মরণ তথা মা-মাটি-মানুষ দিবস অনুষ্ঠানে আমি বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানাই। আপনাদের সবার সাগ্রহ উপস্থিতিতে এবারের সমাবেশও অন্যান্যবারের মতো সাফল্যমন্ডিত হবে, এই বিশ্বাস আমি রাখি"।

তারপর দুই লাইনের পংক্তিতে নেত্রী লেখেন, “২১শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম / শহীদ স্মরণে রইলো মোদের হাজার হাজার সেলাম”।

 

 

Adddd