নিজস্ব সংবাদদাতা: ফের উত্তাপ বাড়তে শুরু করেছে শহরে। আবহাওয়া দফতর দাবি করেছে যে আজকেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৬ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মার্চের বাকি দিনগুলিতে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তাপমাত্রা। আপাতত বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া?
/anm-bengali/media/media_files/gfXerGnWRFpC2P9qeHXZ.png)
উত্তরবঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে দার্জিলিঙে হালকা বৃষ্টি দেখা যাবে। শুক্র ও শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে মেঘলা আকাশ থাকবে ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি বিক্ষিপ্ত হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। রবিবারেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হবে।