সরকার আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাইলে ভুল করছে! কঠোর বার্তা জুনিয়র চিকিৎসকদের

জুনিয়র চিকিৎসকরা এবার বলেন, সরকার আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাইলে ভুল করছে।

author-image
Tamalika Chakraborty
New Update

নিজস্ব সংবাদদাতা: প্রায় আটদিন পেরিয়ে গেছে জুনিয়র চিকিৎসকদের অনশন। ইতিমধ্যে অনশন করতে গিয়ে তিন জন চিকিৎসক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি যাঁরা অনশন করছেন, তাঁদের শারীরিক অবস্থা বিশেষ ভালো নয়। এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা তীব্র হুঁশিয়ারি দিলেন সরকারকে। তাঁরা বলেন, সরকার আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিতে চাইলে ভুল করছে। 

অন্যদিকে, বিদ্বজনেরা জুনিয়র চিকিৎসক ও রাজ্যের মুখ্যসচিবকে দুটো ইমেল করেন। একদিকে, জুনিয়র চিকিৎসকদের  বিদ্বজনেরা মধ্যস্থতা করতে চেয়ে  আবেদন করা হয়। পাশাপাশি অনশন তুলে নেওয়ার আবেদন করা হয়। অন্যদিকে, মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করে জানান, সরকারের জন্য় বাধ্য হয়েই জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।  শুক্রবার অনশনে যোগ দেন আলোলিকা ঘোড়ুই এবং পরিচয় পাণ্ডা। কিন্তু এই ধরনা কতদিন ধরে চলবে?‌ একটা কি রফাসূত্র বের হবে না?‌ এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে।

অন্যদিকে, জুনিয়র চিকিৎসক অলোক ভর্মা ও অনুষ্টুপ মুখোপাধ্যায়ের বর্তমান অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও সঙ্কট কাটেনি।  একাধিক সমস্যা এখনও বর্তমান রয়েছে। যার জেরে এখনও তাঁদের অবজারভেশনে রাখতে হবে।