নিজস্ব সংবাদদাতা: র্যাগিং-এর জেরে যে ছাত্রমৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনার পরে মাত্র ২ মাস পেরিয়েছে। এর মধ্যেই আবারও র্যাগিংয়ের অভিযোগ উঠল ঐ বিশ্ববিদ্যালয়েই! একটি নয়, দু’টি এমন ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। যদিও মনে করা হচ্ছে সেই দুটি ঘটনার মধ্যে একটি ছাত্রমৃত্যুর ঘটনার অনেক আগেই ঘটেছে। তার অভিযোগ সামনে এসেছে সম্প্রতি।
ঘটনাগুলি নিয়ে প্রশাসনিক তৎপরতার অভাব দেখা গিয়েছে বলেও অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, এই প্রশাসনিক গড়িমসির কারণেই অগস্টের ছাত্রমৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও ব্যবস্থা নেওয়া যায়নি। কার্যত ২ মাস আগে যে ছাত্রমৃত্যু ঘটনাকে কেন্দ্র তোলপাড় হয়েছিল রাজ্য, তা ধীরে ধীরে সময়ের গভীরে ফিকে হয়ে যাচ্ছিল। ফের একবার র্যাগিং-এর ঘটনা প্রকাশ্যে আসতে তা যেন আবার সজাগ হয়ে উঠল।