নিজস্ব সংবাদদাতাঃ ২০১৪ সালের পর ‘সর্বভারতীয়’ বা জাতীয় দলের তকমা পেয়েছিল তৃণমূল। আর ২০২৪-এর আগেই তা হারাল পশ্চিমবঙ্গের শাসক দল। বিরোধীদের দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ ওঠায় আস্থা হারাচ্ছে অন্যান্য রাজ্যের মানুষ। সেকারণে জাতীয় দলের তকমা হারাতে হল বলে মনে করছেন বিরোধী নেতারা। বাম নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, ‘তৃণমূল জাতীয় দলের তকমা কেন হারিয়েছে, সেটা আলোচনার বিষয় বলেই আমি মনে করি না। সর্বভারতীয় কথাটা জুড়ে দিলেই তো জাতীয় দল হওয়া যায় না।’ তাঁর দাবি, তৃণমূল অন্যান্য রাজ্যে বিজেপিকে সাহায্য করতে গিয়েছিল। আর সেটা করলে কখনও জাতীয় দল হওয়া যায় না।