একাধিক ইস্যুকে সামনে রেখে SUCI-এর আইন অমান্য কর্মসূচি

আইন অমান্য কর্মসূচি পালন করলো এসইউসিআই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
SUCI.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি করে অভয়ার মৃত্যুর ঘটনা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালানো সহ এসইউসিআই ছাত্র-ছাত্রীদের আন্দোলনে পুলিশের অত্যাচার! একই সাথে এক ধাক্কায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে আইন অমান্য কর্মসূচি পালন করলো এসইউসিআই। আইন অমান্য কর্মসূচির আগে একটি প্রতিবাদ মিছিল করা হয় মেদিনীপুর শহর জুড়ে। আইন অমান্য ও ডেপুটেশনের মধ্যেই মেদিনীপুর কালেক্টরেট সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এসইউসিআই-এর কর্মী সমর্থকরা।

একই সাথে এদিন, এই একই কারণে ঝাড়গ্রাম জেলা শাসক দপ্তর অভিযান কর্মসূচি পালন করে এসইউসিআই-এর ঝাড়গ্রাম জেলা নেতৃত্ব। এদিন ঝাড়গ্রাম শহরে এসইউসিআই-এর সদস্যরা মিছিল করে দশ দফা দাবিতে ঝাড়গ্রাম জেলাশাসক দপ্তরে অভিযান কর্মসূচিতে যোগ দেন। উপস্থিত ছিলেন পার্টির দলীয় নেতৃত্বরা। প্রত্যেকের গলায় প্রতিবাদ শোনা যায় রাজ্য সরকারের বিরুদ্ধে।