নিজস্ব সংবাদদাতা: ফের আরজি কর কাণ্ডের ছায়া! মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। নির্যাতিতার অভিযোগ, ধর্ষণের ভিডিও তুলে নির্যাতিতাকে ভয় দেখায় অভিযুক্ত দুই কিশোর। তবে ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অভিযুক্তকে পোস্টে বেঁধে গণধোলাই দেয় ক্ষিপ্ত জনতা। জানা গিয়েছে, ওই দুই কিশোর মধ্যমগ্রামের বাসিন্দা। পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে আক্রান্ত দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অপরজন পলাতক। খোঁজ চলছে অপর অভিযুক্তের। ঘটনার তদন্তে নেমেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
/anm-bengali/media/media_files/1000061381.jpg)