নিজস্ব সংবাদদাতা: বঙ্গে (West Bengal) স্বাস্থ্যব্যবস্থায় এসেছে জোয়ার। নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বাস্থ্যসাথী (Sasthsathi) প্রকল্প। স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান বলছে গত অর্থবর্ষে বাংলার বুকে শুধু ৩টি বড় চিকিত্সার জন্য ২২৩ কোটি টাকার চিকিত্সা পরিষেবা পেয়েছেন বাংলার মানুষ। এই ৩টি চিকিত্সা হল হার্টের অপারেশন (Heart Operation), ক্যান্সারের (Cancer) চিকিত্সা এবং হাঁটু বদল (Knee Replacement)। ৩টি ক্ষেত্রেই চিকিত্সা ব্যয়বহুল হলেও অপারেশন করানো যাদের পক্ষে একপ্রকার অসম্ভব তারা আজ সুস্থ। বেশিরভাগ উপভোক্তাই স্বাস্থ্যসাথীর মাধ্যমে হার্টের বড়সড় অপারেশন করাচ্ছে।