নিজস্ব সংবাদদাতাঃ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে কীভাবে উন্মত্ত জনতা হাসপাতালে ঢুকে সম্পত্তি ভাঙচুর করল এই বিষয়ে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ছাত্র ডাঃ মৃদুল সরকার বলেন, "হাসপাতালের ভেতরে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে শিক্ষার্থী ও চিকিৎসকদের একটি কর্মসূচি থাকায় আমি রাতে সেখানে ছিলাম। আচমকাই বাইরে থেকে একদল লোক ভিতরে এসে হামলা চালিয়ে হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ফেলে। তারা জরুরি বিভাগে প্রবেশ করে সেখানে রোগী, নার্স ও সরঞ্জাম ছিল। উত্তেজিত জনতা পুরো জরুরি বিভাগ ধ্বংস করে দেয়। এরপর তারা ট্রমা ও গাইনি ভবনে ঢুকে নার্স ও চিকিৎসকদের হুমকি দেয়। পুলিশ কার্যত কিছুই করেনি। হাসপাতালের ভিতরে এমন গুন্ডামি আগে কখনও দেখিনি। ধর্ষণ ও খুনের প্রতিবাদ হচ্ছিল বলেই সম্ভবত শাসক দল সমর্থিত গুণ্ডারা ভয় দেখানোর জন্য ঢুকে পড়েছিল, যাতে আন্দোলন গতি না পায়। পুলিশ যথাযথ ভূমিকা পালন করেনি। জনতা সেই তলায় যেতে চেয়েছিল যেখানে অপরাধটি ঘটেছিল এবং তারা সম্ভবত প্রমাণ নষ্ট করার জন্য সেই জায়গাটি তছনছ করতে চেয়েছিল তবে তারা সেখানে পৌঁছাতে পারেনি।"
#WATCH | Dr Mridul Sarkar, former student of RG Kar Medical College and Hospital, who was present in the hospital last night, narrates how a mob entered the hospital and vandalised property there as a protest against rape & murder of woman doctor was being held