নিজস্ব সংবাদদাতা: ফের কলকাতায় আগুন-আতঙ্ক। গভীর রাতে খিদিরপুরের ফ্যান্সি ট্রেড সেন্টারের একটি মিটারবক্সে ভয়াবহ আগুন লাগে। মিটারবক্সের ভিতর থেকে স্পার্ক করে আগুন জ্বলতে দেখা যায়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।
/anm-bengali/media/media_files/2025/03/12/0iA8ojOn1pIcoNn2eB7E.jpg)