নিজস্ব সংবাদদাতা : পুজোর আগে নিম্নচাপের জেরে ব্যাপক ভোগান্তিতে ভুগেছে শহরবাসী। জল যন্ত্রণা বোগ করতে হয়েছে দিনের পর দিন। পুরসভার ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। পুজোর শুরুতেই রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও পুজোর শেষ দু দিন বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেই যেন চোখের সামনে ভেসে ওঠে জল যন্ত্রণার ভোগান্তির সেই অসহায় চিত্র। জল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে যুদ্ধ জারি পুরসভার। লাগাতার কাজ চালিয়ে যাচ্ছেন এস অ্যান্ড ডি বিভাগের ফ্রন্টলাইন কর্মীরা। চলছে নালা-নর্দমা পরিষ্কারের কাজ। বৃষ্টি এবং বর্জ্য-জলের মসৃণ প্রবাহের জন্য শহর জুড়ে গলি-পিট এম্পটিয়ার মেশিন পরিচালনা করা হল। এবার দেখার বৃষ্টির জল কত তাড়াতাড়ি নামে। এদিকে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। তাই জমা জল পরিষ্কারের কাজো জারি রয়েছে।