নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টে স্বস্তি চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার। একই সাথে হাইকোর্টে ফের মুখ থুবড়ে পড়ল পুলিশ প্রশাসন। প্রাথমিকভাবে অভিযোগ নিয়ে সন্তুষ্ট নয় আদালত। চিকিৎসক নাইয়ার বিরুদ্ধে পুলিশি তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি সাফ ভাষায় বলে দিলেন, “প্রাথমিক তদন্ত যথোপযুক্ত নয়। এই পর্যায়ে মনে হচ্ছে না তদন্তের প্রয়োজন আছে”।
এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, মঙ্গলবার রাতেও নোটিশ পাঠানো হয় আসফাকুল্লাকে। বুধবার সেই সংক্রান্ত কেস ডায়েরি জমা পড়ে আদালতে।
/anm-bengali/media/media_files/FXQH8SDXUc5rDsbO2GFe.jpg)
তবে এদিন ফের প্রেস্ক্রিপশন নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তাঁর প্রশ্ন, ‘এখনও কোনও প্রেস্ক্রিপশন পাওয়া গেল না কেন?’ তবে এদিনও মূলত, প্রেস্ক্রিপশনের জন্যে কোনও উত্তর ছিল না রাজ্যের কাছে। আর তাতেই আদালত কড়া ভাষায় নির্দেশ দেয়, যে পুলিশি তদন্ত এখনি বন্ধ করুন। আর তারপরই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি ঘোষ।
/anm-bengali/media/media_files/2025/01/22/asfakulla.jpg)