নিজস্ব সংবাদদাতা : চণ্ডীপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। সেই মামলার শুনানিতে বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা স্পষ্টতই জানিয়ে দেন, শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। এমনকি, আদালতের অনুমতি ছাড়া জমা দেওয়া যাবে না ঘটনার চূড়ান্ত রিপোর্ট। আদালত যেহেতু ঘটনায় সিআইডির হাতে তদন্তভার দিয়েছিল সেই মতো অন্তর্বর্তী নির্দেশে আদালত জানায়, রাজ্য তদন্ত চালাতে পারবে। মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে ১৩ জুন। এদিন বিচারপতি আরো জানান যে যেহেতু মামলাটি এখন বিচারাধীন, রাজ্য পুলিশ নোটিশ পাঠালেও সাড়া দেওয়ার প্রয়োজন নেই।