নিজস্ব সংবাদদাতা: পুলিশ লাইনে পুজো উদ্বোধন করতে গিয়ে এআই নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনি দেখবে আমার ছবি, আমার স্বর, কিন্তু সেটা আমি নয়। এটাই এআই। এই মন্তব্যের পরেই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে বলছি যে মেয়েরা প্রথমে অপরাধ সনাক্ত করতে পারবে, নকল ভিডিয়োগুলিতে ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাঁদের প্রথম ১০০ জনকে পুরস্কার দেওয়া হবে। প্রয়োজনে তাঁরা চাকরিও পাবেন।" পাশাপাশি তিনি বলেন, "আমি মেয়েদের দায়িত্ব দিচ্ছি। কারণ ছেলেরা সময় পাননা।"
এদিন মুখ্যমন্ত্রী কুলতলিতে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, "দু’একটা ঘটনা কখনও-কখনও ঘটে গেলে বাংলায় চিৎকার-চেঁচামেচি হাহাকার বেশি হয়। তা হওয়া উচিৎ। সেই অধিকার সকলের রয়েছে। কিন্তু অন্য জায়গার যখন কোনও ঘটনা হয়, কেউ প্রতিবাদ করে না। " তিনি বলেন, "ক্রাইম ইস ক্রাইম। আমি চাই কুলতলির ঘটনাটি পুলিশ পকসো আইনে তুলে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে।" তবে হাইকোর্ট কুলতলি ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।