নিজস্ব সংবাদদাতা: রামনবমীতে হিন্দুদের জনজোয়ার দেখে আপ্লুত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, "যেভাবে হিন্দুরা রাস্তায় নেমে এসেছে, তাতে বোঝা যাচ্ছে যে আগামী সময়ে বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠিত হবে। আগে তৃণমূল কংগ্রেস বলত রাম বাংলার নয় এবং রাম নবমী রাজ্যের সংস্কৃতি নয়। আজ, একই তৃণমূল কংগ্রেস বলছে যে রাম সকলের। রাহুল গান্ধী এবং অন্যান্যদের মতো 'চুনভি হিন্দুদের' সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তারা কেবল নির্বাচনের সময় হিন্দু হয়ে ওঠে।"
/anm-bengali/media/media_files/xx8WYZn3mb8L286F0Xyq.JPG)