আরজি কর কাণ্ডে আরও বড় পদক্ষেপ! কালীঘাট অভিযানের ডাক বিজেপির

আরজি কর কাণ্ডে কালীঘাট অভিযানের ডাক দিল বিজেপি।

author-image
Tamalika Chakraborty
New Update
sukanta k1
নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে বলেন, "ধর্ষিতার বিচার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে "কালীঘাট চলো" অভিযানে দলে দলে যোগ দিন।"  ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার এই ডাক দেওয়া হয়েছে। দুপুর একটার সময় হাজরার মোড়ে জমায়েতের কথা বিজেপির তরফে জানানো হয়েছে।
 
আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। রাজ্যের বিভিন্ন অংশে  আন্দোলন, বিক্ষোভ চলছে। পাশাপাশি  দেশ জুড়ে চিকিৎসকরা আন্দোলন করছেন। এই পরিস্থিতিতে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছে। একই অভিযোগে টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে দুজনেই জেল হেফাজতে রয়েছে। অন্যদিকে, সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট সিবিআই দিয়েছে। যা দেখে শিহরিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি সিবিআই বার বার অভিযোগ করেছে, এই হত্যার নেপথ্যে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। সিবিআই সন্দীপ ঘোষের নারকো টেস্ট করাতে চেয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত একাধিক ধোঁয়াশা রয়েছে। 
 sukanta majumder a2.jpg
 tamacha4.jpeg