তিন দিনের জেরায় উঠে এল বিস্ফোরক তথ্য! জেরায় সিবিআইকে কী বলল আশিষ পাণ্ডে

তিন দিনের জেরায় সিবিআইকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আশিষ পাণ্ডে বলে জানা গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Ashish


নিজস্ব সংবাদদাতা: আরজি করে দুর্নীতি কাণ্ডে সিবিআইয় টিএমসিপি নেতা আশিষ পাণ্ডেকে গ্রেফতার করেছে। তিন দিনের সিবিআই হেফাজতের পর ফের  আদালতে আশিষ পাণ্ডেকে পেশ করা হয়েছে। তিন দিনের জেরায় সিবিআই আশিষ পাণ্ডের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে বলে জানা গিয়েছে।  সিবিআই তদন্তে উঠে এসেছে, সন্দীপ ঘোষের ডান হাত হিসেবে পরিচিত ছিল আশিষ পাণ্ডে।  আরজি কর দুর্নীতি কাণ্ডে আশিষ পাণ্ডে সরাসরি যুক্ বলে সিবিআইয়ের তরফে অভিযোগ করা হয়েছে। 

আরজি করে থ্রেট কালচারের অন্যতম প্রধান অভিযুক্ত আশিষ পাণ্ডে।  অভিযোগ, অভিযোগ, আরজি করে যে দুর্নীতির ব়্যাকেট তৈরি হয়েছিল, তা সন্দীপ ঘোষের নেতৃত্বেই। সন্দীপ ঘোষের ডান হাত হিসেবে কাজ করতেন আশিষ পাণ্ডে। এই আশিষদের সাহায্যে সন্দীপ ঘোষ নিজের দুর্নীতির ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সেই ব্যবস্থার বিরোধিতায় ২০২৩ সালে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে আরজি কর।  সন্দীপ ঘোষের পাল্টা সমর্থনে নামেন আশিষ পাণ্ডেরা। ছাত্র আন্দোলনের ধাক্কায় সন্দীপ ঘোষের বদলি হয়ে। বদলি হওয়ার এক মাসের মধ্যে সন্দীপ ঘোষ আবার আরজি করে ফিরে আসেন। সন্দীপ ঘোষের ক্ষমতায় ফেরার পর আশিষ পাণ্ডেদের আস্ফালন আগের থেকে অনেকটা বেড়ে যায়। জানা যায়, আরজি করের হস্টেলে ২০ জনকে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়। এর নেতৃত্বে ছিলেন আশিষ পাণ্ডে। অভিযোগ, প্রায়ই আশিষ পাণ্ডের মুখে ফেল করিয়ে দেওয়ার হুমকি শোনা যেত। 

 tamacha4.jpeg