যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ফের উত্তেজনা, তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীদের ওপর হামলার অভিযোগ

তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীদের ওপর হামলার অভিযোগ যোগেশচন্দ্র চৌধুরী কলেজে।

author-image
Tamalika Chakraborty
New Update
jogesh


নিজস্ব সংবাদদাতা: যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ফের চাঞ্চল্যকর ঘটনা! এবার গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তির সরাসরি ৯৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের দিকে।

প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার বিকেলে কাউন্সিলরের ঘনিষ্ঠ সালমান খান (ডাক নাম ভিকি) দলবল নিয়ে কলেজ সংলগ্ন ইন্দ্রাণী পার্কে আচমকাই হামলা চালায়। শুধু ছাত্রদের নয়, ছাত্রীদের ওপরও চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। মারধরের পাশাপাশি খুন ও ধর্ষণের হুমকি দেওয়ারও অভিযোগ এসেছে সালমান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।

এ ঘটনায় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে চারু মার্কেট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়।

jogesh chandra college

আক্রান্ত এক ছাত্রীর অভিযোগ, "৯৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলেরা এসে আমাদের বিনা কারণে মারধর করতে শুরু করে। আমাদের গালিগালাজ করে হুমকি দেয়।" আরেকজন জানান, "আমাদের লাথি মারা হয়েছে। বলা হয়েছে, কলেজে থাকলে মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে। আমাদের ছবি তুলে রাখা হয়েছে, আরও অনেক অশ্লীল কথা বলা হয়েছে।"

এই ঘটনায় কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।