গল্ফগ্রীনে খাটের নীচ থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ!

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে এলাকায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Crime

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের শহরে খুন তরুণী! ফের প্রশ্নের মুখে কলকাতায় নারী নিরাপত্তা! এবার গল্ফগ্রীন থানার পিছনের দিক থেকে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িতেই খাটের নিচ থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। 

ওই বাড়িতে তরুণী মায়ের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে এলাকায়। মৃতার নাম নাফিসা খাতুন। ৪২ বছর বয়সী নাফিসা সাউথ সিটিতে রান্নাবান্নার কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

Murder

ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গল্ফগ্রীন থানার পুলিশ। পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও। কি কারণে তাঁর মৃত্যু হল? কেই বা তাঁকে খুন করল, সেই সব খতিয়ে দেখছে পুলিশ।

dead body 3.jpg