শুল্কের আওতা থেকে বাদ রাশিয়া! কেন? কি বলছে ট্রাম্প? জানুন

ট্রাম্প ১৮০টির বেশি দেশের ওপর শুল্ক আরোপ করলেও রাশিয়াকে বাদ রেখেছেন। অনেকে মনে করছেন, এটা সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত।

author-image
Debapriya Sarkar
New Update
x

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতির আওতায় ১৮০টির বেশি দেশের পণ্যের ওপর শুল্ক বসিয়েছেন। কিন্তু এই শুল্কের আওতা থেকে বাদ পড়েছে রাশিয়া। এই প্রসঙ্গে রাশিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এটা আসলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হওয়ার একটা সংকেত হতে পারে।

Trump

অন্যদিকে, ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বলছেন, তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ইউক্রেন যুদ্ধ ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনাও হয়েছে। শোনা যাচ্ছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতাও হতে পারে। তবে সম্প্রতি হোয়াইট হাউজ থেকে আসা খবর বলছে, ট্রাম্প এখন কিছুটা বিরক্ত। তিনি মনে করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য খুব বেশি কিছু করছে না। তাই একদিকে সম্পর্ক ভালো হওয়ার আভাস, আবার অন্যদিকে আছে অসন্তোষের সুর। এখন দেখার বিষয় দুই দেশের সম্পর্ক আসলে কোন দিকে যায়।