সীমান্ত উত্তপ্ত, পাল্টা আঘাতের ছাড়পত্র দিলেন সেনাপ্রধান
বিএলএ-র দাবি, চলছে ‘অভিযান’, কাঁপছে গোটা বেলুচিস্তান
পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন, মেহবুবা মুফতি শোনালেন শান্তির বার্তা
রাজ্যের নিরাপত্তা খতিয়ে দেখছেন ফড়নবীস, ‘ওয়ার বুক’ অনুযায়ী প্রস্তুতি
BREAKING : সৈনিক হয়ে বাবার মৃত্যুর প্রতিশোধ নেব ! বড় দাবি করলো শহীদ কন্যা বর্তিকা
‘পাকিস্তান দুষ্কর্ম করলে ভারতকে ব্যবস্থা নিতে হবে’ আর্জি পহেলগাঁও-এ নিহত পরিবারের সদস্য
BREAKING : যুদ্ধবিরতি লঙ্ঘন করলে বিনাশ ঘটবে পাকিস্তানের ! বড় মন্তব্য করলেন হেভিওয়েট নেতা
BREAKING : কার্গিলের মতোই ভুল আবার করলেন আসিম মুনির ! বড় দাবি করলেন ভারতের প্রাক্তন হাই কমিশনার
‘POK ফিরিয়ে আনায় এই সংঘর্ষের একমাত্র সমাধান’, বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ

প্রয়াত ‘বাঁকড়ার অভিভাবক’ রেজ্জাক মোল্লা, শোকাহত মুখ্যমন্ত্রী

তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mamata sadq1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত ‘চাষার ব্যাটা’! নিজের ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের মিলন বাজারের কাছে বাঁকড়া গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। গত চার-পাঁচ বছর ধরে সেই বাড়িতেই বসবাস করছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। 

1ec00ad2-a5e8-49a4-b31d-834ac8b7b0ca

বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও, মা-মাটি-মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। 

আমি তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক সমবেদনা জানাই”।