নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর বিধানসভা ভোটের আগে জোট বাঁধল বিজেপি এবং প্রধান বিরোধী দল এডিএমকে! শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই জোটের জল্পনায় সিলমোহর দিয়েছেন। তিনি যখন এই ঘোষণা করেন, তখন মঞ্চে তাঁর পাশে ছিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এডিএমকে প্রধান ইকে পলানীস্বামী এবং প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি কে অন্নামলাই। উল্লেখ্য, ২০২৬ সালেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন।