নিজস্ব সংবাদদাতা: মুম্বই হামলার ১৭ বছর পার। ঘটনার অন্যতম মূল চক্রী তাহাউর রানাকে হেফাজতে পেয়েছে এনআইএ ৷ শুক্রবার সকাল থেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ৷ সূত্রের খবর, ঠিকমতো সহযোগিতা করছেন না তাহাউর।
/anm-bengali/media/media_files/2025/03/16/tSj6XmpmKa0Kc1ugXJc4.jpg)
গতকাল সন্ধ্যায় তাহাউরকে নিয়ে একটি বিশেষ বিমান নামে দিল্লির পালাম বিমানবন্দরে ৷ এরপর তাকে সরকারিভাবে গ্রেফতার করে এনআইএ ৷ পেশ করা হয় এনআইএ-র বিশেষ আদালতে ৷ আদালত তাকে ১৮ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে ৷
সূত্রের খবর, এরপর শুক্রবার সকাল ১০টা থেকে রানাকে জেরার প্রক্রিয়া আরম্ভ করেছে এনআইএ ৷ কিন্তু সে তদন্তে সহযোগিতা করছে না ৷