বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ
জনতার ক্ষতি পূরণ করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ ! মেহুল চোকসির গ্রেপ্তারি প্রসঙ্গে কি বললেন রবার্ট বঢরা
ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী, পাঠানো হল হিজলীতে
তারা তো বাংলার মধ্যেই রয়েছেন ! মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে একি মন্তব্য করলেন ফিরহাদ ?
এবার দিল্লি যাচ্ছেন চাকরিহারারা, যন্তরমন্তরে যাচ্ছেন দাবি পূরণের উদ্দেশ্যে
কংগ্রেস দেশকে সংবিধান উপহার দিয়েছে ! বড় মন্তব্য করলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী শিবকুমার
পার্কস্ট্রিটে ব্রেক ফেল করল বাস, আর তারপরই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা
ওয়াকফ আইন গণতন্ত্রের পরিপন্থী ! ওয়াকফ আইন নিয়ে বড় মন্তব্য করলেন ফারুক আব্দুল্লাহ
পয়লা বৈশাখে ২ হাজার সামগ্রী তৈরির অর্ডার পেলো পিংলার পটচিত্র শিল্পী বাহাদূর চিত্রকর

টেসলার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ, আইডাহোতে সহিংসতায় রূপ নিল প্রতিবাদ

আইডাহোতে টেসলা বিরোধী বিক্ষোভ চলাকালীন এক ব্যক্তি গাড়ি দিয়ে প্রতিপক্ষ বিক্ষোভকারীকে ধাক্কা দেন। গুরুতর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পড়ুন বিস্তারিত।

author-image
Debapriya Sarkar
New Update
elon musk.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি টেসলা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই আইডাহোতে টেসলা ডিলারশিপের বাইরে বিক্ষোভ চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, বিক্ষোভ চলাকালীন এক ব্যক্তি গাড়ি দিয়ে প্রতিপক্ষ বিক্ষোভকারীকে ধাক্কা মারার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, ৪৯ বছর বয়সী এক ব্যক্তি সমাবেশস্থলে পৌঁছানোর পর, ৭০ বছর বয়সী ক্রিস্টোফার ট্যালবট তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং গাড়ি দিয়ে ধাক্কা দেন। ভুক্তভোগী গুরুতর আহত হননি এবং নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান। পুলিশ ট্যালবটের গাড়ির নম্বর প্লেট ব্যবহার করে তার ঠিকানা বের করে এবং তাকে গ্রেপ্তার করে।

trumpmusk

উল্লেখ, সম্প্রতি টেসলার শোরুম ও গাড়ির ওপর হামলা ও বিক্ষোভের ঘটনা বাড়ছে। এর মূল কারণ, টেসলার মালিক ইলন মাস্কের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়া। অনেকেই মনে করছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এই বিষয়টি মাস্কের সমর্থক ও বিরোধীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করেছে।

elon

শনিবার, মাস্ক-বিরোধী একটি সংগঠন "টেসলা টেকডাউন" নামে দেশব্যাপী প্রতিবাদের ডাক দেয়। এর অংশ হিসেবে, বিভিন্ন জায়গার মতো আইডাহোর মেরিডিয়ান শহরের এক টেসলা ডিলারশিপের সামনেও বিক্ষোভ হয়। সেখানেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।