নিজস্ব সংবাদদাতা: ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস যখন মহাকাশ থেকে ফিরলেন, তখন তাঁর কাছে স্বাভাবিকভাবেই ভারতকে নিয়ে প্রশ্ন ধেয়ে আসবে। নয় মাস পর পৃথিবীতে ফিরে এসেছেন ‘আকাশ-কন্যা’ সুনীতা, তাঁকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে আমেরিকা ও ভারতজুড়ে।
সম্প্রতি, এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহাকাশে কাটানো সময় ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয়— মহাকাশ থেকে ভারত কেমন দেখতে লাগে? সুনীতা বলেন, "অসাধারণ! ভারত সত্যিই অপূর্ব!"
তিনি আরও ব্যাখ্যা করেন, “প্রতিবার যখন আমাদের মহাকাশযান হিমালয়ের উপর দিয়ে গিয়েছে, দৃশ্যটা মন জুড়িয়ে দিয়েছে। মহাশূন্য থেকে হিমালয়কে অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো লাগে, যেন বিশালতাকে আলিঙ্গন করে এগিয়ে চলেছে।”
এছাড়া, ভারতের বৈচিত্র্যময় ভূদৃশ্যের কথা উল্লেখ করে বলেন, “ভারতকে মনে হয় যেন রঙের এক বিস্তৃত ক্যানভাস। বিশেষ করে মুম্বই ও গুজরাটের আলোয় ভেসে যাওয়া দৃশ্য সত্যিই চমকপ্রদ।”
/anm-bengali/media/media_files/2024/10/29/MkcimkR70oJv4bdWCFzf.jpg)
সাক্ষাৎকারে নিজের শিকড়ের প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বলেন, “আমি নিশ্চিত, একদিন নিজের পৈতৃক ভিটেতে আবার ফিরব।”
ভারতের মহাকাশ গবেষণা নিয়ে কথা বলতে গিয়ে প্রশংসায় ভরিয়ে দেন সুনীতা। পাশাপাশি, NASA-র আসন্ন মহাকাশ মিশনে অংশ নেওয়ার কথাও জানান। এই অভিযানে তাঁর সঙ্গে থাকবেন আরও তিনজন নভোচারী, যার মধ্যে একজন ইসরোর মহাকাশচারী শুভাংশু শুক্লা।
তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “একজন ভারতীয় মহাকাশচারীর সঙ্গে অভিযানে যাওয়ার সুযোগ পেয়ে আমি দারুণ আনন্দিত!”
এই মিশন ভারত-মার্কিন মহাকাশ সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে