নিজস্ব সংবাদদাতা: নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে জম্মু ও কাশ্মীরের কুলগামে পুলিশ জাতীয় সড়ক ৪৪ (এনএইচডব্লিউ-৪৪) তে কঠোর নাকা চেকিং পরিচালনা করে। তীব্র নজরদারির অংশ হিসেবে পুলিশ সদস্যদের ট্রাক এবং ট্যাঙ্কার সহ সমস্ত যানবাহনে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাতে দেখা গেছে।
/anm-bengali/media/media_files/7lpdLQAjDidkB06YoQ7H.jpg)