নিজস্ব সংবাদদাতা : তিনি যুক্তরাষ্ট্রের সরকারি প্রতারণা বন্ধ করেছেন, আর সেই কারণেই কিছু লোক তাকে হত্যা করতে চান। আজ এমনই একটি গুরুতর অভিযোগ করলেন টেসলার সিইও ইলন মাস্ক। তিনি বলেন, "যখন আপনি কারোর প্রতারণামূলক অর্থপ্রাপ্তি বন্ধ করে দেন, তখন কিছু ব্যক্তি আপনার ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং এরকমই কিছু ব্যক্তি আমাকে হত্যা করতে চায়, কারণ আমি তাদের প্রতারণা থামিয়ে দিয়েছি।"
/anm-bengali/media/media_files/2025/03/09/v6rb3cpV56KOA1dAikSE.JPG)
এরপর তিনি বলেন, "তারা টেসলারও ক্ষতি করতে চায়, কারণ আমরা সরকারের ভয়াবহ অপচয় ও দুর্নীতি বন্ধ করেছি।"