নিজস্ব সংবাদদাতা: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা তত্ত্বাবধান করেছেন এবং দেশটির পারমাণবিক হামলার পূর্ণ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন। দেশটির প্রতিরক্ষা শক্তি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘শত্রুদের’ সতর্কবার্তা দিতেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, এবং কিছু বিদেশি শক্তি সংঘাতের পরিবেশকে উসকে দিচ্ছে।
কিম জং উন কেসিএনএর প্রতিবেদনে বলেন, “শক্তিশালী হামলার সক্ষমতাই হলো সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা।” তিনি আরও বলেন, “শত্রুদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি একটি দায়িত্বপূর্ণ কাজ। জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা উত্তর কোরিয়ার পারমাণবিক সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব।”
কেসিএনএ জানিয়েছে, গত বুধবার কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এই পরীক্ষা উত্তর কোরিয়ার সামরিক শক্তি বৃদ্ধির বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির সামরিক প্রস্তুতির এই নতুন ঘোষণায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।