নিজস্ব সংবাদদাতা : মায়ানমারের জান্তা সরকার ৪ জানুয়ারী ঘোষণা করেছে যে তারা দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় ৬,০০০ বন্দিকে মুক্তি দেবে। সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার বিক্ষোভকারী ও কর্মীকে গ্রেপ্তার করেছে, যার ফলে মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়া স্তব্ধ হয়ে যায় এবং দেশটি অশান্তিতে ফেলে পড়ে।
এ বছর, জান্তা জানায় যে তারা ১৮০ জন বিদেশীসহ মোট ৫,৮০০ বন্দিকে মুক্তি দেবে। তবে, কোন বন্দীকে কী কারণে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। মুক্তি পাওয়া বিদেশী বন্দীদের জাতীয়তা প্রকাশ করা হয়নি, তবে জান্তা তাদের নির্বাসিত করার পরিকল্পনা করেছে। জান্তা আরও জানিয়েছে যে, ১৪৪ জন বন্দীর সাজা ১৫ বছর কমিয়ে দেওয়া হবে, যারা আগে যাবজ্জীবন সাজা পেয়েছিলেন।
জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, "মানবিক এবং সহানুভূতির ভিত্তিতে" এই ক্ষমা আদেশ দেওয়া হয়েছে। মায়ানমার প্রায়ই বিভিন্ন ছুটির দিন বা বৌদ্ধ উৎসবের উপলক্ষে হাজার হাজার বন্দিকে মুক্তি দেয়। ২০২৩ সালে স্বাধীনতা দিবসে ৯,০০০ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
এদিকে, ৪ জানুয়ারী সকালে, রাজধানী নেপিতাওতে স্বাধীনতা দিবসের বার্ষিক অনুষ্ঠানে প্রায় ৫০০ সরকারি ও সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন, যেখানে অনুষ্ঠানের নিরাপত্তা ছিল কঠোর।