নিজস্ব সংবাদদাতা: শুক্রবার ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলায় দোষী সাব্যস্ত করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এমনই খবর প্রকাশ্যে এনেছে। তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। আর ইমরানের স্ত্রীকে ৭ বছরের কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে।
ইমরান খান এবং বুশরা বিবিকে ভারী জরিমানাও করা হয়েছে। কারণ পিটিআই প্রতিষ্ঠাতাকে এই জরিমানার মূল্য দিতে হবে। যা জানা যাচ্ছে, ১ মিলিয়ন জরিমানা দিতে হবে ইমরান খানকে এবং তার স্ত্রীকে ০.৫ মিলিয়ন জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রা অনুযায়ী, যার পরিমাণ দাঁড়াচ্ছে, ইমরানকে দিতে হবে ১০ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীকে দিতে হবে ৫ লক্ষ টাকা।
প্রসিকিউটর জেনারেল সরদার মুজাফ্ফর আব্বাসির নেতৃত্বে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) দলটিও বিচারক নাসির জাভেদ রানার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণার জন্য আদিয়ালা জেলে উপস্থিত ছিলেন।
বুশরা বিবিসহ ব্যারিস্টার গোহর খান, শোয়েব শাহীন, সালমান আকরাম রাজাসহ অন্য আইনজীবীরা এদিন আদিয়ালা জেলে উপস্থিত ছিলেন।
আদালতের রায় ঘোষণার পরে, বুশরা বিবিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আদিয়ালা জেলে তার সেল আগের থেকেই প্রস্তুত করে রাখা ছিল।