হাঙ্গেরির সীমান্তে মানব পাচার : মিনিবাস তল্লাশিতে তিনজন আটক

হাঙ্গেরির সীমান্তরক্ষীরা একটি মিনিবাস তল্লাশি করে তিনজনকে আটক করেছে, যারা অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন।

author-image
Debapriya Sarkar
New Update
Syj

নিজস্ব সংবাদদাতা : হাঙ্গেরির সীমান্তরক্ষীরা একটি মিনিবাস তল্লাশি করে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা তিনজনকে আটক করেছে। এদের মধ্যে দুই পুরুষ (২০ ও ৪৩ বছর বয়সী) এবং এক কিশোর (১৩ বছর বয়সী) রয়েছেন। সীমান্তরক্ষীরা মিনিবাসটি পরিদর্শনকালে কিশোরটিকে ছদ্মবেশে লুকানো অবস্থায় পায়, অপর দুই পুরুষকে বাসের আসনের নিচে লুকিয়ে থাকতে দেখা যায়।

এই ঘটনায়, মিনিবাসের চালক এবং তার সহযোগীকে সীমান্ত পেরিয়ে অবৈধ অভিবাসী পাচারের চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। তদন্তে জানা গেছে, তারা পরিকল্পিতভাবে অভিবাসীদের হাঙ্গেরির সীমান্তে প্রবেশ করানোর চেষ্টা করছিল। অভিযুক্তদের বিরুদ্ধে মানব পাচারের গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং তাদের শাস্তি হিসেবে ৯ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই ঘটনা সীমান্তে মানব পাচারের বিরুদ্ধে হাঙ্গেরি কর্তৃপক্ষের কঠোর নজরদারির বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।