নিজস্ব সংবাদদাতা: লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা শনিবার (২৯ মার্চ, ২০২৫) সতর্ক করে বলেছেন যে যদি লেবাননে ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকে এবং লেবাননের রাষ্ট্র তাদের থামাতে পদক্ষেপ না নেয়, তাহলে গোষ্ঠীটি অবশেষে অন্যান্য বিকল্পের আশ্রয় নেবে।
/anm-bengali/media/post_attachments/thederrick.com/content/tncms/assets/v3/editorial/2/e4/2e425bf0-3bc9-5a51-aad0-83883b0b8199/67e6c5d86d8bc.image-334044.jpg?resize=400%2C278)
নভেম্বরে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের অবসানের পর ইসরায়েল প্রথমবারের মতো লেবাননের রাজধানীতে হামলা চালানোর একদিন পর নাইম কাসেমের এই মন্তব্য। লেবানন থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট নিক্ষেপের কয়েক ঘন্টা পরে বৈরুতে হামলা চালানো হয় এবং হিজবুল্লাহ তাদের ছোঁড়ার কথা অস্বীকার করে।