নিজস্ব সংবাদদাতা: ধীরে ধীরে উত্তপ্ত পরিস্থিতির মাঝেও স্বস্তির হাওয়া বইছে মুর্শিদাবাদে। রাজ্য পুলিশের দাবি, আগের তুলনায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এখনও জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে আধা সামরিক বাহিনী ও বিএসএফ।
১২ এপ্রিল ধুলিয়ানে অশান্তির আবহে জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাস নামে দুই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে একদল দুষ্কৃতি। ঘটনার রেশ কাটতে না কাটতেই জোরালো তদন্ত শুরু করেছে প্রশাসন।
/anm-bengali/media/media_files/2025/04/15/OCWo3sclL5HMIpvWU9E9.png)
এই ঘটনাকে ঘিরে রাজ্য সরকার গঠন করেছে বিশেষ তদন্তকারী দল (SIT)। এই টিমে রয়েছেন স্থানীয় ও জেলা পুলিশ ছাড়াও CID, STF এবং IB-এর অভিজ্ঞ অফিসাররা। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করেছে। তাদের মধ্যে অন্যতম কালু নাদাব ও দিলদার নাবাব, যারা সম্পর্কে ভাই। দিলদার নাবাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে। আর কালু নাদাবকে ধরা হয়েছে বীরভূমের মুরারই থেকে। তাদের আজই আদালতে তোলা হচ্ছে এবং হেফাজতের আবেদন জানাবে পুলিশ বলে জানা যাচ্ছে।
এদিকে, রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি বজায় রাখতে গুজব রটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ১০৯৩টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। অযথা উত্তেজনা সৃষ্টি করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন।